শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

সফল ছবির নির্মাতা আজিজ রেজাকারের সফল ছবি "আইজ্জা চোরা " শেষ হতে না হতে আবার আসিতেছে আপনাদের চোখদর্পনে "এক রোখা গেরিলা"

সফল  ছবির নির্মাতা আজিজ  রেজাকারের  ২০১৪  ঈসায়ী সালের সফল  চিত্র  "শুভ  হালখাতা"
সারা  বিশ্বের  আদম  সন্তানের  বাস্তব  জীবনের  যাবতীয়  খুটিনাটি  নিয়ে  চিত্রিত  ক্রিমিয়ায়, আরব  সাগরে,চিলিতে, ইরাকে-সিরিয়ায় খেলাফতে,শামীম ওসমানের  নারাণগঞ্জে,মালয়শিয়ান  থ্রী সেভেন  জিরু হইয়ার আর  ইউ,কালা আর সাদার তীর থাঙ্গকর  দত্ত  এলাকায়,হোআইট হাউজে
হো আইট ওয়াস রুম হাত  পা  বেঁধে তোরাহ  পাঠ করে   " গোবোমা চোরা"/
দৃশ্যপট  চর  মেগ দোনা: রাসেল  সিদ্দিকী রেজাকারের  দামার কোপ: দুলাল  মিয়ায় কল্লা  উর্ধ্বপানে ত্রিলোকের  মালিকের  দিকে  ধায়/
গাজায়  ভিনদেশী  রথি মহারথীদের  ঝাঁক ঝাঁক তাক  করা  মরণ বোমা  ২৪ সেভেন ৩৬৫  বার  আঘাত  হানে/
"  বুরুকলিনের  আকাইম্মা,  খাফিজ্জা, মফিজ্জা, তাইজ্জা চোরা কয়: ওবামার  নীতি  বড়ই ইন্টারনেটশালা/
চোর রে  কয় চুরি  কর
গেরস্থরে  হেনস্তা  করে  কয়  হজাগ  থাক"
ইহুদীদের হাতে  তুলে  দেয়  নাসারার  মারনাস্র
আর অপরদিকে আজীবন মার  খেতে  খেতে  ক্লান্ত  শ্রান্ত  ফিলিস্তিনীদের  মুছে  অশ্রু /
এই বলে  যে: মী ফাদ্রে  মুসলমানো
আমার  মাম্মি মাসলমানো
আমার  জাতেরই  ঠিক  নাই
বাবা  মার  লাভ  চাইল্ড  কিনা  একমাত্র  ডোনাল্ড  টেরাম্প  জানে
হাম কালা লোগ দুনিয়া  ভি  সরকার  জমিন  উদ্দিন    বন গায়া /
আমার সাপোটার অনেক  আছে
কলরাধুতে বেশি
হার্লেমেও  অনেক
বগুয়ায় এক  নম্বর  রেম্বো জিয়া
রাশিয়ায়  রাসপুতিন
রূপগঞ্জ  ভিয়া  কুম্পানিগঞ্জে  ভেজাল  আছে
আমার  আমলে  মানুষ কালাদের বাঁশ  দিয়েছে /
আমি  বার. বার. বলেছি  আসাদের  শার্ট  রক্তাক্ত
আসাদ  মাস্ট  ' গোবামা'
এত  কিছু  দেখে  শুনে
তেক্ত  বিরক্ত  হয়ে
জং  সরকার  রুহানির  শরবত  পান  শেষে
নোয়াখাইল্ল্যা ভাষায় চিল্লায় :
অই আকাইম্মা
গোবামারে এক শ  হাগলা  কুত্তার  ডেনে মেলা  মারি  হালায় দে!
আমার খালুরে  যেমন  ক্ষুধার্ত কুত্তায়
কাম্বাই কাম্বাই খাইছে
আমি  ও হেতার মানচিত্র  দি  মেনলেন্ড
ঝাঁজরা  করি  আলামু"/
বাপ  কা মাল  বকশীমাল
আজিজ  রেজাকার  হাসতে  কাঁনতে
একাকার  হয়ে   সিনেমা  হল  তেগ  করেন /
 লেনদেনের হিসাবকষা  শুভ  হালখাতা
কামিং দুই  হাজার  ডলার  পনের  সালে/
একটি  রেজাকার  ইন্তিকন্তিনেন্তাল - ইন্না লিল্লাহ  ফি সাবিলিল্লাহ  প্ররচনা/


সফল  ছবির নির্মাতা আজিজ রেজাকারের সফল ছবি "আইজ্জা চোরা " শেষ হতে না হতে  আবার  আসিতেছে  আপনাদের  চোখদর্পনে   "এক রোখা গেরিলা"
নাম ভূমিকায়  ব্রুকলিনের  বকলম  আজিজ
যেমন  যুদ্ধে হারজিত আছে
পাকি আছে
খাকি  আছে
আছে আজিজ  রেজাকার
আল বদর আল শামস
আল গোলাম  উজিরে আজম অব পাখিস্তান
মেড ইন  ইস্ট  ইন্ডিয়া  কোম্পানি  গঞ্জ
আছে আরো অনেক দালাল
নব্য রাজাকার
যারা গণহত্যা করে  পতপত করে পতাকা উড়ায়
আর বলে
আমরার  সাথে শেখের বেটার  রাজনৈতিক  আদর্শ  বিরোধ ছিল
কিন্তু আমরা একে অপরের  জাত শত্রু  নয়
শেখের  বেটা ভারতের দালাল আছিল
আমার পাখিদের দালাল
দালাল  আইনে শেখের মৃত্যুদন্ড  দিলাম
শেখের  বেটি  আমরার গলায়  পিরোজপুরের পাটের রশি  টাঙ্গাইল/
আমরা আল্লাহ  ওয়ালা  লোক  সকল
আর  শেখ ও  তার  বেটি  হিন্দুপন্থী  ইস্ট  ইন্ডিয়া কোম্পানি  গঞ্জ/
আজিজ রেজাকার  দেখল  সব বেড়ায় ঘুষ খায়
বিডি বেডায় ও  খায়
খায়  দাড়ি  ওয়ালায়
বদনাম  মোচ ওয়ালায়
আসিতেছে  টনক  নড়ানোর  টনিক নিয়ে
এক রোখা গেরিলা


বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪

আমেরিকার শীতকালীন ধবধবে সাদা শহর:Nor'easter In New York

আমেরিকার শীতকালীন ধবধবে সাদা শহর 
এখন  ফাল্গুন  রাঙা ফুলের গন্ধে আকুল আবহমান  বাংলার   মাঠে ঘাটে আলে বিলে বনে  বাদাড়ে/
নিউ ইয়র্ক -১০• সে.হিমাঙ্কের  নিচে হাবুডুবু  খাচ্ছে /
বিশ্ব  প্রকৃতির  এক অমোঘ  লীলায় 'শীত  আমার ভীত 
আগুন  আমার  ভাই  ভাই' খেলছে/
এবং  মানুষেরা শীতের  'তীর্থের  কাকের'  মতই  'কাঅ  কাঅ' করছে /
হিমায়িত  বৃষ্টির  কণা   আবাবিল  পাখির  নিক্ষিপ্ত  মশুরির ডালের দানার  ন্যায়  জমিনে  আছড়ে পড়ছে/
আহা ! সেলুকাস  কি বিচিত্র  এই  বিশ্ব ভূম/
সহজ  কথায়  বলা  যায়,
কারো  হৃদয়  পুষ্পিত  বসন্ত  
কারো  বা দেহ  'গুটিগুটি শীতার্ত '/

মোহাম্মদ সোহরাব  আজিজ
পহেলা ফাল্গুন  ১৪২০  বাংলা
২০১৪ ইংরাজী/

রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে হামলা, নিহত ১ লক্ষ্মীপুর

দৈনিক আজিজ:
'বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন':
Bangladesh 2014
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে হামলা, নিহত ১

লক্ষ্মীপুর
Published: 2014-01-05 13:44:33 BdST
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


রোববার বেলা সাড়ে ১২টার দিকে  উপজেলার লামচর ইউনিয়নের মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রিসাইডং অফিসার জাকির হোসেন মুন্সী।

জাকির হোসেন মুন্সী বলেন, ১৮ দলীয় জোটের লোকজন ভোটকেন্দ্রে হামলা চালায়। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করি। কিন্তু কেউ ফোন ধরেননি।”

“এসময় পুলিশের উপর হামলা হলে পুলিশ গুলি চালায়। পরে আমরা কেন্দ্রে ফেলে পালিয়ে  আসি।”

এ ঘটনায় এক শিবিরকর্মী নিহত হয়েছে বলে দাবি করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহার।

তিনি বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরকর্মী রুবেল নিহত ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরিফ গুলিবিদ্ধ হয়েছেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত জোটের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক উপ পরিদর্শক আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

তবে কেউ নিহত হওয়ার খবর পাননি বলে জানান তিনি।

এদিকে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে রামগঞ্জের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ননীয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
http://dainikaziz.blogspot.com/2014/01/blog-post.html?m=1

দিনাজপুরের ৫৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, পার্বতীপুরে নিহত ২, আহত ৬

দৈনিক আজিজ:
'বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন':
Bangladesh 2014
http://dainikaziz.blogspot.com/2014/01/blog-post.html?m=1
#
দিনাজপুরের ৫৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, পার্বতীপুরে নিহত ২, আহত ৬

দিনাজপুর 
দিনাজপুরে পার্বতীপুরের উত্তর সালন্দার ভোটকেন্দ্রে আনসার সদস্য আব্দুল ওয়াহেদকে পিটিয়ে হত্যা করেছে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। এ সময় আনসার সদস্যদের রাইফেলের গুলির ম্যাগজিন ছিনিয়ে নেওয়া ছাড়াও পেটানো হয়েছে হয়েছে দুজন পুলিশসহ পাঁচজন নির্বাচনকর্মীকে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু তারেক।
দিনাজপুরে থেকে কালের কণ্ঠের প্রতিনিধিকে সেখানকার প্রিসাইডিং কর্মকর্তা পবন কুমার সরকার জানান, ভোট শুরুর পর সকাল ৯টার দিকে দুর্বৃত্তরা এ কেন্দ্রে দফায় দফায় হামলা চালায়। একপর্যায়ে বেলা ১১টার দিকে হামলাকারীরা কেন্দ্রে ঢুকে পড়ে এবং ওয়াহেদ আলী নামে এক আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করে। এই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য ভোটকেন্দ্রে ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছি। বেলা ১১টার পর থেকে দিনাজপুর-৫ আসনের ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলেও জানান তিনি। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে প্রিসাইডিং কর্মকর্তা কিছু জানাতে না পারলেও এলাকাবাসীর অভিযোগ, বিএনপি-জামায়াতকর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে।
এর আগে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের। অন্যদিকে গোবিন্দপুর এলাকায় যৌথ বাহিনীর সাথে সংঘর্ষের সময় গুলিতে যুব জাগপার যুগ্ম সম্পাদক মাসুদ রায়হান নিহত হয়েছে বলে স্থানীয় সুত্র দাবি করেছে তবে বিষয়টি নিশ্চিত করেননি আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা। এ ছাড়াও ঘোড়াঘাটের  শহরগাজী কেন্দ্রে ককটেল হামলায় আহত একজন নির্বাচন সহযোগীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় জেলায় দুপুর ১টা পর্যন্ত ৫৩টি কেন্দ্রে ভোট স্থগিত রাখার খবর মিলেছে। নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এলাকার সহকারী রির্টানিং কর্মকর্তারা।
বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট এই নির্বাচনকে প্রহসন আখ্যায়িত করে অবরোধের পাশাপাশি শনিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু করেছে। এই অবরোধ-হরতালের মধ্যে গত শুক্রবার থেকে শতাধিক কেন্দ্রে অগ্নিসংযোগ হয়েছে;  পোড়ানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

দৈনিক আজিজ: 'বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন':

দৈনিক আজিজ:
'বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন':
#
Bangladesh 2014
Mohammad Sohrab Aziz

#

নীলফামারীতে কেন্দ্র দখলের চেষ্টা, নিহত ২
Published: 2014-01-05 10:07:13 BdST
নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
রোববার সকালে ভোটশুরুর দুই ঘণ্টার মাথায় জলঢাকায় একটি কেন্দ্রে এবং ভোররাতে ডিমলা উপজেলার একটি কেন্দ্রে হামলা হলে এ সংঘর্ষ হয়।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, জামায়াত-শিবির কর্মীরা সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কইমারি ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায়। আইনশৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় গুলিতে জামায়াত কর্মী মমতাজউদ্দীন আহমেদ (৫০) নিহত হন।

তার লাশ জামায়াত কর্মীরা নিয়ে গেছে জানিয়ে ওসি মনির বলেন, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে রোববার ভোররাত ৩টার দিকে জামায়াত কর্মীরা ডিমলা উপজেলার খালিশা কাপালি ইউনিয়নের ব্যাপারিতলা আলিম মাদ্রাসা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে গুলিতে জামায়াত কর্মী জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মো. আরিফ জানান, রাতে জামায়াত-শিবিরের হামলায় ভোটের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

এদিকে রাতে জামায়াত কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জলঢাকা উপজেলার কাঠালিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভোটগ্রহণ স্থগিত রয়েছে বলে নীলফামারি সদর থানার উপ-পরিদর্শক মো. আসাদ জানিয়েছেন।
#
রংপুরে সংঘর্ষে নিহত ২

Published: 2014-01-05 08:41:56 BANGLADESH TIMES
রংপুরের পীরগাছায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
রোববার ভোররাতে পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি গ্রামে এ সংঘর্ষ হয়।

পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, ভোররাত ৩টার দিকে রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া)ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজের দখল নেয়ার চেষ্টা চালায় জামায়াত-শিবির কর্মীরা।

এ সময় পুলিশ গুলি চালালে দুজন নিহত হয়।

নিহতরা হলেন- মিরাজুল ইসলাম (৩৫) ও হাদিউজ্জামান (১৪)।

এদের মধ্যে মিরাজুল একই ইউনিয়নের আরাজিচালুনিয়া গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে।

পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মেকুরা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র হাদিউজ্জামান ইসলামী ছাত্র শিবিরের কর্মী।

এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মনোয়ার হোসেন

তিনি বলেন, হামলাকারীরা ব্যালট পেপার পুড়িয়ে দেয়ায় ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
#
মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপিয়ে এক জনের মৃত্যু
মুন্সীগঞ্জ
Published: 2014-01-05 09:47:50 BdST
ভোটগ্রহণ শুরুর আগ মুহূর্তে মুন্সীগঞ্জে একটি ভোটকেন্দ্রে হামলার চেষ্টার সময় পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
টঙ্গীবাড়ী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার নাসরীন পারভীন জানান, রোববার সকাল ৮টার কিছুক্ষণ আগে উপজেলার দক্ষিণ কাঠাদিয়া-শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইউএনও নাসরীন বলেন, “ভোট শুরুর আগ মুহূর্তে ওই যুবক কেন্দ্রের সামনে একটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করলে সে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়।

“তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।”

লাশটি টঙ্গীবাড়ী থানায় রাখা হয়েছে।

এ ঘটনার পর ওই কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ শুরু হয় বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান।
#

##
নাশকতা: ১৩৯ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

Published: 2014-01-05 09:48:35 BdST
ভোটের আগের রাতে নাশকতার কারণে বিভিন্ন জেলার ১৯টি আসনের ১৩৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ইসির জ্যেষ্ঠ সচিব ফরহাদ হোসেন জানান, রোববার বেলা ১১টা পর্যন্ত মাঠ পর্যায় থেকে তাদের কাছে এ তথ্য এসেছে।

তিনি বলেন, “স্কুলে আগুন ও ব্যালট পেপার পুড়িয়ে দেয়া বা ছিনতাইয়ের মতো ঘটনায় যেসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে তার তথ্য আমরা রিটার্নিং অফিসারদের কাছ থেকে সংগ্রহ করছি।”

এর মধ্যে রংপুর-৪ আসনের ৪১টি ও রংপুর-৩ আসনের তিনটি কেন্দ্র

দিনাজপুর-৪ আসনে ১৪টি, দিনাজপুর-৫ আসনে একটি কেন্দ্র

গাইবান্ধা-১ আসনে ২টি, গাইবান্ধা-৩ আসনে ২১টি, গাইবান্ধা-৪ আসনে ২০টি কেন্দ্র

বগুড়া-৭ আসনে ৯টি কেন্দ্র

ঠাকুরগাঁও-১ আসনে ৩টি কেন্দ্র

নীলফামারী-৩ আসনে ৪টি, নীলফামারী-১ আসনে ৫টি কেন্দ্র

লালমনিরহাট-১ আসনে ১টি কেন্দ্র

হবিগঞ্জ-২ আসনে ২টি কেন্দ্র

কুমিল্লা-৯ আসনে ৪টি কেন্দ্র

লক্ষ্মীপুর-১ আসনের তিনটি কেন্দ্র

ফেনী-৩ আসনে একটি কেন্দ্র

জামালাপুর-৪ আসনের দুটি কেন্দ্র

শেরপুর-৩ আসনের একটি কেন্দ্র

এবং চট্টগ্রাম-১৫ আসনের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে ইসি সচিবালয়ের ভোটগ্রহণ সম্পর্কিত সমন্বয় সেল থেকে জানানো হয়েছ।

এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের ৮৪ নম্বর কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার শনিবার নিহত হয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, এসব কেন্দ্র এতোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেগুলো আর ভোটগ্রহণের উপযোগী নেই। এ কারণে ভোট আপাতত বন্ধ রয়েছে।

এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে গত ১ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। ভোট ঠেকাতে অবরোধের সঙ্গে  শনিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধও শুরু করেছে তারা।

এই অবরোধ-হরতালের মধ্যে গত শুক্রবার থেকে শতাধিক কেন্দ্রে অগ্নিসংযোগ হয়েছে;  পোড়ানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে ভোটকেন্দ্রের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হতে পারে বলে শনিবারই জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রেকর্ডে এবার ভোট হচ্ছে কেবল ১৪৭ আসনে। রোববার ১৮ হাজার ২০৮টি কেন্দ্রের ৯১ হাজার ২১৩ ভোটকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ১৩৯টি কেন্দ্রে নাশকতার খবর এসেছে।
#
ঢাকার দুই কেন্দ্রের বাইরে বিস্ফোরণ, আহত ৫

Published: 2014-01-05 11:56:44 BdST
রাজধানীর কদমতলী ও চকবাজারে দুটি ভোট কেন্দ্রের বাইরে পুলিশি নিরাপত্তার মধ্যেই হাতবোমা বিস্ফোরণে এক আনসার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কদমতলীর অনির্বাণ প্রি ক্যাডেট স্কুল ও চকবাজারের সিরাজউদ্দিন প্রথমিক বিদ্যালয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

কদমতলীর ওসি মো. মাজহারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার পর স্কুল প্রাঙ্গণের বাইরে রাস্তার ওপর তিনটি ককটেল ফাটানো হয়।

এসময় রাস্তায় থাকা আনসার সদস্য ইউনূস আলী (২২), স্থানীয় বাসিন্দা আমীর হোসেন (৫০), আলী আকবর (২৮) ও তার মেয়ে জান্নাতুল (৪) আহত হন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।

এদিকে সকাল সাদে ১০টার দিকে চকবাজার এলাকায় হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন নার্গিস আক্তার নামে এক নারী। তাকেও ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান,  সিরাজউদ্দিন প্রথামিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের বাইরে পরপর কয়েকটি ককটেল ফাটানো হলে নার্গিস আহত হন।  

এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে গত ১ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। ভোট ঠেকাতে অবরোধের সঙ্গে  শনিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধও শুরু করেছে তারা।

এই অবরোধ-হরতালের মধ্যে গত শুক্রবার থেকে শতাধিক কেন্দ্রে অগ্নিসংযোগ হয়েছে;  পোড়ানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

#
ফেনীতে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১২
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-01-05 12:03:28 BdST
ফেনীর সোনাগাজীতে বিএনপি নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। দুই পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১২ জন।
ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুল আলম জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা সোনাগাজীর উত্তর চর চান্দ্রিয়া কেন্দ্রে হামলা চালায়। তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

হামলাকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটালে দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ পাল্টা গুলি চালালে পাঁচ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন।

আহত যুবদল কর্মী জামশেদ আলমকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সকালে সোনাগাজীর চর খোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একটি ব্যালট বাক্স এবং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪০০ ব্যালট পেপার ছিনতাই হয়েছে।

এছাড়া আগের রাতে ভোটের সরঞ্জামাদি চুরি হওয়ায় সোনাগাজীর উত্তরপরিশ্চম চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে এএসপি শামসুল জানিয়েছেন।
#
সকাল ১০টার মধ্যে নির্বাচন শেষ করবেন বদি
০৪ জানুয়ারি,২০১৪
আগামীকাল রবিবার সকাল ১০টার মধ্যে নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি।তিনি শনিবার সকালে তার নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে এক সভায় একথা বলেন।বদি বলেন, ‘সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত লাগবে না। সকাল ১০টার মধ্যেই ভোটগ্রহণ শেষ করা হবে।’আসনটিতে বদির বিপক্ষে লড়ছেন জাতীয় পার্টির তাহা ইয়াহিয়া। ইতোমধ্যেই তাহা ইয়াহিয়া ও তার পিতা মোহাম্মদ ইয়াহিয়াকে মোবাইলে ও প্রকাশ্যে বদির লোকজন হত্যার হুমকি দিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন।এর আগে সরকারদলীয় এই বিতর্কিত সংসদ সদস্য এলাকায় প্রচারণার সময় বলেছেন, ‘আমি ১০টার মধ্যেই নির্বাচন বন্ধ করে দেব।’প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'মানুষকে দেখানোর জন্য তোমাকে ১০ হাজার ভোট দিয়ে, বাকিগুলো আমি নেব। কোনো কারণে যদি তুমি জিতে যাও, তাহলে আমাদের ইয়াবা ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি চাই না, ইয়াবা ব্যবসা বন্ধ হোক।’
#
ঠাকুরগাঁওয়ে ভোট কর্মকর্তাকে হত্যা

Published: 2014-01-05 00:51:50 BdST
ভোটের ৯ ঘণ্টা আগে রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্য।

শনিবার রাত রাত ১১টার দিকে সদর উপজেলার ভেলাযান সেপরিখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মকর্তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানিয়েছেন, নিহত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম জোবায়দুর রহমান (৪৫)।

তিনি বলেন, “দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে ভোটকেন্দ্রে আগুন ধরে যায়। এ সময় তারা ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম ছিনিয়ে নেয়। পেট্রোল বোমার আগুনে দগ্ধ অবস্থায় জোবায়দুর পালানোর সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তার উপর দ্বিতীয় দফা হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
#
নিহত পুলিশ সিদ্ধার্থের বাড়িতে শোকের মাতম
'মুই এলা কি নিয়া বাঁচিম বাহে'
 রংপুর প্রতিনিধি :
'ওরে আমার মানিক, ওরে আমার বুকের ধন রে...তুই মোক একালা ছারি কোটে গেইলিরে বাপ, মুই এলা কি নিয়া বাঁচিম বাবারে, হরতাল নাই তাও ওমরা মোর ছাওয়াক মারি ফ্যালাইছে, ভগবান তুই ওমার বিচার করিস। বাপ মোক ফোনে কইছিল মোর জন্যে একনা আশীর্বাদ করিস, মুইযেন ভালে ভালে চাকরি করবার পাও।' রাজশাহীতে দুর্বৃত্তের ককটেল হামলায় নিহত পুলিশ সদস্য সিদ্ধার্থ চন্দ্র সরকারের মা প্রেয়সী রানী সরকার এমনিভাবে বিলাপ আর্তনাদ করে আকাশ বাতাশ ভারী করে ফেলছিলেন। সরেজমিনে গতকাল শুক্রবার তার গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ানের সাব্দি গ্রামে গিয়ে দেখা যায় শত শত মানুষ ছুটে এসেছে অসহার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে। সাব্দি গ্রামের তবলা বাদক দরিদ্র বিমল চন্দ্র সরকার কান্নাজড়িত কন্ঠে জানান, একমাত্র উপার্জনকারী পুত্র ছিল পুলিশ সদস্য সিদ্ধার্থ। সে ২০১০ সালের ২৫ মে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করে। তার আয়েই সংসার চলতো। ঘটা করে মাত্র ছয় মাস আগে ৬ জুলাই পঞ্চগড়ের দেবীগঞ্জের অতুল অধিকারীর কন্যা পুলিশ সদস্যা দিপ্তি রানীর সাথে তার বিয়ে দেন। বিয়ের মেহেদীর রঙ না শুকাতেই সিদ্ধার্থ চলে গেল না ফেরার দেশে। বিয়ের সময় ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি, সে টাকা পরিশোধ করতে পারলেন না। আমাদের সংসার এখন চলবে কিভাবে, ধারের টাকা পরিশোধ করবো কিভাবে জানি না। তার উপর আরও দুটি সন্তানের লেখাপড়ার খরচ চলবে কিভাবে তাও জানি না। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ মিয়া তাকে সান্ত্বনা দিতে গেলে তার কাছে সিদ্ধার্থের বাবা আকুতি জানান, তার মেঝ ছেলে অপূর্ব সরকার পার্থকে যেন পুলিশে একটা চাকরি দেয়া হয়। সে এখন এইচএসসিতে পড়াশুনা করছে। আর ছোট ছেলে দেবব্রত সরকার পড়ছে ৫ম শ্রেণীতে। গত বৃহস্পতিবার রাজশাহীতে দুর্বৃত্তের ছোড়া ককটেল হামলায় সিদ্ধার্থ গুরুতর আহত হলে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান। রাজারবাগ পুলিশ হেডকোয়াটারে আনুষ্ঠানিকতা সেরে তার গ্রামের বাড়িতে গতকাল শুক্রবার লাশ পাঠানো হয়। পুলিশ সুপারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
3
ভোট দিতে পারছেন না ভিভিআইপিরা!

দশম জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে ভোট দিতে পারছেন না ভিভিআইপিরা (ভেরি ভেরি ইমপর্ট্যান্ট পারসন)। এদের মধ্যে আছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যানসহ অন্যসব ভিআইপি। খবর বাংলানিউজ। জানা গেছে, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কিশোরগঞ্জ-৪ আসনের ভোটার। রাষ্ট্রপতির পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পাচ্ছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর ধানমন্ডির ভোটার। এই এলাকা ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত। এ আসন থেকে শেখ ফজলে নূর তাপস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভোট দিতে পারছেন না। এছাড়া এরই মধে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচনের পুন:তফসিল ঘোষণা ও নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ায় এবার তিনিও ভোট দেওয়া থেকে নিজেকে বিরত রাখছেন। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আটক, নাকি এর পুরোটাই নাটক এই নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তিনি বারবার নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। জাতীয় পার্টির এক অংশ বলছে, এরশাদ আটক আছেন এবং সরকার বলছে তিনি চিকিৎসাধীন আছেন। তবে সূত্র জানায়, এবার তিনিও এবার ভোট দিচ্ছেন না। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদও এই নির্বাচন বয়কট করেছেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার নির্বাচনী এলাকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ফলে তিনিও ভোট দিতে পারছেন না।
4
পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত

শনিবার দুপুর দেড়টার দিকে রেলগেট এলাকায় সংঘর্ষ শুরু হওয়ার পর তা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, ঈশ্বরদীর রেলগেট এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে হরতাল সমর্থকদের একটি মিছিল থেকে হামলা করলে সংঘর্ষ শুরু হয়।

কয়েকদফা সংঘর্ষ চলাকালে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানান তিনি।

আহতদের মধ্যে ১৭ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে রয়েছেন রুবেল (১৯), ইমরান (১৯), সীমান্ত (১৮), আলীউর রহমান (১৮), রাজন (২২), জুয়েল (৩৪), খায়রুল (২৫), অনিক (১৭), জালাল (২৫), আলমগীর (৩৩), পিন্টু (৩০), কবির (৩৫), সোহেল (৩০), আলআমিন (৩০), বিপ্লব (৩১), কুদ্দুস (৩৫) ও আরাফাত (২৪)।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি এনামুল হক জানান, সংঘর্ষের সময় একটি বেসরকারি ব্যাংকসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর হয়। সংঘর্ষের পর রই ঈশ্বরদী স্টেশনে থেমে থাকা খুলনাগামী মহানন্দা এক্সপেসের একটি ট্রেনেও ভাংচুর চালানো হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাইরুজা পারভীন তানিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখানে ভর্তি হওয়া অধিকাংশই গুলিবিদ্ধ। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

এদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ফাইরুজা।

সংঘর্ষের ঘটনার একে অপরকে দায়ী করেছে বিএনপি ও আওয়ামী লীগ।

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান বিশ্বাসের দাবি, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় ছাত্রদল ও শিবিরের কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ও গুলি করে আমাদের কর্মীদের মারাত্মক আহত করে।

অপরদিকে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে হরতালের সমর্থনে মিছিল করছিল। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন হামলা চালায়।

#
এক নজরে দশম সংসদ নির্বাচন

Published: 2014-01-04 16:26:03 BdST
মোট আসন- ৩০০, ভোট হবে ১৪৭ আসনে (১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)

ভোটার সংখ্যা- ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭। নারী ৪ কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৯০৫; পুরুষ ৪ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭২।

১৪৭ আসনে মোট ভোটার ৪ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭২৪। পুরুষ ২ কোটি ২০ লাখ ৬ হাজার ৮২৬; নারী ২ কোটি ১৯ লাখ ১ হাজার ৯২৮।

মোট ভোটকেন্দ্র - ৩৭ হাজার ৭০৭,  ভোটকক্ষ- ১ লাখ ৮৯ হাজার ৭৮।

১৪৭ আসনে ভোটকেন্দ্র- ১৮ হাজার ২০৮, ভোটকক্ষ ৯১ হাজার ২১৩।

৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা-৬৬ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৭৭ জন। ১৪৭ আসনে রিটার্নিং কর্মকর্তা- ৬১ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ২৮৭ জন।

যেসব জেলায় ভোট নেই- চাঁদপুর, রাজবাড়ী, জয়পুরহাট, শরীয়তপুর ও মাদারীপুর।

অংশ নেয়া দলের সংখ্যা- ১২। মোট প্রতিদ্বন্দ্বী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ১৫৩ জনসহ) ৫৪৩, এরমধ্যে পুরুষ ৫১৬, নারী ২৭, স্বতন্ত্র ১০৪। ১৪৭ আসনে প্রার্থী ৩৯০ জন।

১৪৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী ১২০ জন, স্বতন্ত্র ১০৪ জন, জাতীয় পার্টির ৬৬ জন, জেপির ২৭ জন, বিএনএফের ২২ জন, জাসদের ২১ জন, ওয়ার্কার্স পার্টির ১৬ জন।

এছাড়া ন্যাপের ৬ জন, তরীকত ফেডারেশনের ৩ জন, খেলাফত মজলিসের ২ জন, গণতন্ত্রী পার্টির ১ জন, গণফ্রন্টের ১ জন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ১২৭ জন আওয়ামী লীগের, ২০ জন জাতীয় পার্টির,৩ জন জাসদের, ২ জন ওয়ার্কার্স পার্টির, ১ জন জেপির।    

আইনশৃঙ্খলা বাহিনী- আনসার ২,১৮,৫০০, পুলিশ ৮০ হাজার, সশস্ত্র বাহিনী ৫২ হাজার ১০০, বিজিবি ১৬ হাজার১৮১,র‌্যাব ৮ হাজার ৪০৪, কোস্টগার্ড ২০০।

প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৮ জন করে নিরাপত্তা রক্ষী থাকবে।

ইলেকটোরাল ইনকুয়ারি কমিটি- ১০৩টি। নির্বাচন পর্যবেক্ষকের সংখ্যা ১৩ হাজার ৩৪১ (প্রাথমিক)।
#


বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

সাল তামামি দুইহাজার ১৩ লালসালু সাল

সাল তামামি দুইহাজার ১৩ লালসালু সাল 
মোহাম্মদ সোহরাব আজিজ 
১১২০১৪ ইংরাজি সাল 

সফল  ছবির নির্মাতা 'আজিজ রেজাকারের'
২০১৪ সালের  রাজনৈতিক সংঘর্ষের প্রামাণ্য চিত্র " যুদ্ধ এবং যুদ্ধ"/ "লাইফ ইজ এ ওয়ার"
নাম ভূমিকায় রাজাকার  'আজিজ কাদের মোল্লা রেজাকার': মে কসাই কাদিরা নেহি/
নবাগত নায়িকার অভিনয়ে গোপালগঞ্জের 'গোপালি  কপালি' পুরানা 'গোলাপী ভানুমতি': হাম গেনারেল কী পেত্নী পত্নী/ কাইট্টা ছিরা লবণ লাগাইয়া দিমু/ জ্বালাইয়া পোড়াইয়া মারি হালামু 
বাপদাদা  চৈদ্ধ গুষ্টির  নাম বদলাই আলামু 
বেদ্দপ বাকশালী দুইন্যার/
পরিবেশনায় : আব্দুস সোবান ওরফে গোলাপ 

বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

দৈনিক আজিজ: ১ ১ ২০১৪ :বিশ্ব সংবাদ পড়ছি রমেশ পাইন: একটি 'আজিজ রেজাকার' প্রতিবেদন

দৈনিক আজিজ
 ১ ১ ২০১৪
 বিশ্ব সংবাদ পড়ছি রমেশ পাইন: 
একটি 'আজিজ রেজাকার' প্রতিবেদন
 শিরোনাম 

ইংরেজি নববর্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
দক্ষিণ মেরুতে বরফবন্দী যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার 
 প্রকৃতি মাতানো পাখ-পাখালী গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে
প্রেমিকার বিয়ের সংবাদে হাতের রগ কেটে প্রেমিকের আত্মহত্যা! 
সাদুল্যাপুরে জামায়াত-শিবিরের ৬৪ জনের নামে মামলা 
বগুড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার 
মাগুরায় ব্যবসায়ীকে জবাই করে হত্যা
 শেরপুরে সশস্ত্র সর্বহারাদের পোস্টারিং পুলিশ প্রশাসনে তোলপাড় 
 শিবগঞ্জে পেট্রোল বোমায় আওয়ামী লীগ নেতা নিহত 
 পাবনার সুজানগরে পিঁয়াজ রোপণের ধুম 
বগুড়ায় ২০০ ছিন্নমূল শিশুর মাঝে মৌমাছি খেলাঘরের শীতবস্ত্র বিতরণ 
 দুই বোন দরিদ্র পরিবারকে আলোকিত করেছে 
 উত্তরবঙ্গের ছিন্নমূল শীতার্ত মানুষের আইডিএলসি'র শীতবস্ত্র বিতরণ
 শেরপুরে সেনাবাহিনীর উদ্যোগে কম্বল বিতরণ
 বোদায় শীতবস্ত্র বিতরণ 
 বগুড়ায় শীতার্তদের মাঝে ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ 
 ধুনটে আদর্শ বীজতলা ও লাইন সুয়িং পদ্ধতিতে কৃষকের বোরো ধান চাষ 
 বীরগঞ্জ শহর সমন্বয় কমিটির সভা 
দেবযানী প্রশ্নে অটল যুক্তরাষ্ট্র তথ্য-প্রমাণ জোগাড় চলছে 
দুপচাঁচিয়ার নাগর নদ থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
 শৈতপ্রবাহে কাঁপছে নাগেশ্বরী: ১ জনের মৃত্যু
 ফিলিপাইনে ২০১৩ সাল তামামি পার্টিতে বোমায় ৬ জন নিহত