বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪

আমেরিকার শীতকালীন ধবধবে সাদা শহর:Nor'easter In New York

আমেরিকার শীতকালীন ধবধবে সাদা শহর 
এখন  ফাল্গুন  রাঙা ফুলের গন্ধে আকুল আবহমান  বাংলার   মাঠে ঘাটে আলে বিলে বনে  বাদাড়ে/
নিউ ইয়র্ক -১০• সে.হিমাঙ্কের  নিচে হাবুডুবু  খাচ্ছে /
বিশ্ব  প্রকৃতির  এক অমোঘ  লীলায় 'শীত  আমার ভীত 
আগুন  আমার  ভাই  ভাই' খেলছে/
এবং  মানুষেরা শীতের  'তীর্থের  কাকের'  মতই  'কাঅ  কাঅ' করছে /
হিমায়িত  বৃষ্টির  কণা   আবাবিল  পাখির  নিক্ষিপ্ত  মশুরির ডালের দানার  ন্যায়  জমিনে  আছড়ে পড়ছে/
আহা ! সেলুকাস  কি বিচিত্র  এই  বিশ্ব ভূম/
সহজ  কথায়  বলা  যায়,
কারো  হৃদয়  পুষ্পিত  বসন্ত  
কারো  বা দেহ  'গুটিগুটি শীতার্ত '/

মোহাম্মদ সোহরাব  আজিজ
পহেলা ফাল্গুন  ১৪২০  বাংলা
২০১৪ ইংরাজী/