শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

মহান ভাষা দিবস ২০১৫ ইং


মহান ভাষা দিবস ২০১৫ ইং
আমার ভাইয়ের রক্তে রাংগানো অমর একুশে ফেব্রুয়ারী 
আমি কি ভুলিতে পারি 
গেয়েছেন আব্দুল গাফ্ফার চৌধুরী।
দেশের জন্য প্রাণ
যারা করে দান
স্মরণ করি আজ
ব্যাথিত মনে।
কহে প্রেমিক সূজনে।।
রাষ্ট্র ভাষা আন্দোলনো করিলিরে বাংঙালি
তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি।।
আমার সোনার বাংলার বাংগালি।
একবার বুক ফুলাইয়া কও দেখি ভাই
রাষ্ট্র ভাষা 
বাংলা চাই।
আব্দুল হাকিম বলে যাই
রাষ্ট্র ভাষা 
বাংলা চাই।
রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা
জোর গলায় চিল্লায়
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
টেকনাফ হতে তেতুলিয়া 
তেতুল হুজুর চত্বর জিয়ায়
মজিবরের বাংলায়
অমানুষের ঠাঁই নাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই।।

মোহাম্মদ সোহরাব আজিজ
সাং চর কাঁকডা 
মোকাম কেন সিং টন।।

#
বাংলা ভাষা মায়ের মূখের ভাষা
মোহাম্মদ সোহরাব আজিজ
নিউ ইয়ক 
২০১৫ ঈসায়ী সাল তামামী।

মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত মাগি
মাবুদ মেহেরবানের দরবারে।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জূয়ায়
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়!'
সালাম বরকত রফিক জব্বার 
পি্রয় সন্তান বাংলার
ভুলিবার নয়
ভুলিবো 
কেমনে?
গরীবুল্লাহ আমি
বাংলায় কথা বলি।
আব্দুল লতিফ  পুবাল বায়ে বাদাম দিয়া 
লাগায় ভাটির টান
গায়রের আমার দেশের মাঝি
ভাটিয়ালী গান

আব্দুল করিম শূয়ে রইলো
তাপ অনুতাপ ভুলে
বাংলা মায়ের কোলে
বাংলা মায়ের ছেলে।
এই আজিজেরে 
করলে তোমরা দেশের মাটি ছাড়ারে।

1 টি মন্তব্য:

  1. মনে ভাবি তাই
    মনের দুঃখ কার কাছে জানাই?
    গরিব কুলে জন্ম আমার আজও তা মনে পরে
    ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়ে ঘরে
    দিন কাটিতো অর্ধাহারে রোগে কোনও ঔষধ নাই
    মনের দুঃখ কার কাছে জানাই?

    এক সঙ্গে জন্ম যাদের ১৩২৮ বাংলায়
    আনন্দে খেলে তারা ইশকুলে পড়িতে যায়
    আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই
    মনের দুঃখ কার কাছে জানাই?
    মনে ভাবি তাই
    মনের দুঃখ কার কাছে জানাই?

    উত্তরমুছুন